রাজবাড়ীতে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

0
128
Rajbari-Dro-22-p-10
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলা থেকে হত্যা মামলার আসামি রুবেল (৩০) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আসামী রুবেল সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

রবিবার পাঁচুরিয়া বাজারে রাজবাড়ি গোয়েন্দা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি ওমর শরীফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচুরিয়া বাজারে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার ঘর থেকে লোহার তৈরি সচল একটা ওয়ানশুটার গান ও পিতলের তৈরি দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন তার বিরুদ্ধে আগের একটা হত্যা মামলা আছে। আবারো অস্ত্র ও গুলিসহ গ্রেফতার হওয়ার তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

কুমারখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু