রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে নতুন করে আরও ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ অবধি জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩২৫ জন। অপরদিকে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩০ জুলাই ১০১ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার তাদের রিপোর্টের ফলাফল এসেছে। এদের মধ্যে ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আরও পড়ুন–খোকসায় ঈদের দিনে হামলায় প্রধান শিক্ষকসহ আহত ৪
আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি
নতুন আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২৪ জন , পাংশা উপজেলার ৪ জন , কালুখালী উপজেলার ৪ জন এবং বালিয়াকান্দি উপজেলার ১৬জনের করোনা শনাক্ত হয়েছে। তবে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৭৭২ জন। অন্যদের মধ্যে ২৪ জন হাসপাতালের আইসোলেশনে ও ৫১৯ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।