রাজবাড়ীতে একদিনে আরও ৫৯ জনের করোনা শনাক্ত

0
119
Dro-pic-7-18
প্রতিকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নতুন করে একদিনে আরু ৫৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ২২৯২ জন।

শুক্রবার রাতে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৮ আগষ্ট ১১৫ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আজকে তাদের রিপোর্ট হাতে পেয়েছি। তাদের মধ্যে ৫৯ জনের করোনা পজেটিভ।

এদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২৮ জন,পাংশা উপজেলার ১২ জন, কালুখালী উপজেলার ১ জন, গোয়ালন্দ উপজেলার ৫ জন, বালিয়াকান্দি উপজেলার ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-আজ ভয়াল একুশে আগস্ট

উল্লেখ্য, এখন পর্যন্ত রাজবাড়ীতে ২২৯২ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ১২৬২ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। অন্যদের মধ্যে ২৭ জন হাসপাতালের আইসোলেশনে ও ৯২৮ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।