রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে এখন অবধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলায় মোট ৬৬৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ।
বৃহস্পতিবার রাতে রাজবাড়ী জেলার সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৫ ও ৬ জুলাই ১১৮ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার তাদের রিপোর্টের ফলাফল হাতে পেয়েছি। এদের মধ্যে ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আরও দেখুন–করোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন
নতুন আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ১৩ জন , পাংশা উপজেলার ১০ জন , বালিয়াকান্দি উপজেলার ১ জন এবং গোয়ালন্দ উপজেলার ৩ জনের করোনা রোগী রয়েছেন। ।
তিনি আরও বলেন , এখন পর্যন্ত রাজবাড়ীতে ৬৬৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ২৫৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। অন্যদের মধ্যে ৪৪ জন হাসপাতালের আইসোলেশনে এবং ৩৩৯ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।