রাজবাড়ীতে নতুন করে আরও ৫৭ জনের করোনা শনাক্ত

0
117
corona-dro-20-p-1-compressed
সংগৃহিত ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নতুন করে আরও ৫৭ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ অব্দি জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ৩৮৮ জন।

শনিবার বিকালে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ২৩ ও ২৪ জুন ১৯৬ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবারের রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৫৭ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে।

এদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২৮ জন,বালিয়াকান্দি উপজেলার ১০ জন, পাংশা উপজেলার ৩ জন, কালুখালী উপজেলার ১৪ জন এবং গোয়ালন্দ উপজেলার ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরও দেখুন প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

উলেখ্য, এখন পর্যন্ত রাজবাড়ীতে ৩৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৯৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের।