রাজবাড়ী প্রতিনিধি
বেশ কয়েক দিনের পাহাড়ি ঢল এবং ভারী বর্ষনের কারণে পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।
পানি বৃদ্ধির কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও পাংশার সেনগ্রাম গেজ স্টেশন প্লাবিত হলেও সদর উপজেলার মহেদ্রপুর গ্রেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে।
বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড থেকে জানা যায় , গতদিনে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গেজ স্টেশনে পদ্মার পানি ০.২৫মিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ০.৮৩মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আরও পড়ুন- আসিফ গান গাইলেন কবীর সুমনের কথা-সুরে
এছাড়া পাংশা উপজেলার সেনগ্রাম গেজ স্টেশনে পদ্মার পানি ০.২৭মিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ০.২৪মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রাজবাড়ী সদর উপজেলার মহেন্দ্রপুর গেজ স্টেশনে পদ্মা পানি ০.২৫মিটার বৃদ্ধি পেলেও বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ বলেন, পদ্মানদীর পানি ভয়াবহ আকারে বৃদ্ধি পাচ্ছে। রাজবাড়ীর নিন্মাঞ্চল প্লাবিত হতে শুরু করছে।
তিনি আরও বলেন, পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে এটি যদি অব্যাহত থাকে তবে কয়েকদিনের মাঝে দৌলতদিয়া ফেরিঘাট পানির নিচে তলিয়ে যেতে পারে।