রাজবাড়ীতে বিপুল পরিমাণ মাদক ও টাকাসহ গ্রেফতার ২

0
121
Rajbari-Dro-29-p-1-compressed
আটককৃত আসামী (ফাইল ছবি দ্রোহ)

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ হাজার ৪শ পিস ইয়াবা ও নগদ ৪ লক্ষ ১৩ হাজার টাকাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রবিবা সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাশিমা গ্রামে অভিযান শেষে রাজবাড়ীর ডিবি পুলিশের ওসি ওমর শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কাশিমা গ্রামের মৃত মনির শেখের ছেলে মুকুল শেখ (৩৩) ও রশিদ মোল্লার ছেলে সবুজ মোল্লা (৩৩)।

ওসি ওমর শরীফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাশিমা গ্রামে অভিযান চালিয়ে সাগর ও সবুজ নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এরপর তাদের স্বীকারোক্তিতে রান্না ঘর, বারান্দা ও শোবার ঘর থেকে ৬ হাজার ৪শ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ লক্ষ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মুল্য ১৯ লক্ষ বিশ হাজার টাকা এবং গ্রেপ্তার হওয়া দুই জনের বিরুদ্ধে একাধিক মাদক মামলার সাথে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন জেলেদের বৈচিত্রময় জীবন