রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলায় বাংলাদেশ আওয়ামী নবীন লীগের কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বাংলাদেশ আওয়ামী নবীন লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক সাব্বির হাসান এই কমিটির অনুমোদন দেন।
রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন রায়হান হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আকাশ।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আব্দুল্লাহ আল মামুন, কাওসার আহমেদ, আশরাফুল আলম ও হাসিবুল ইসলাম। তৌফিক আহম্মেদ রিমন , সাজ্জাদ খাঁন , উজ্জ¦ল সরদার ও বাধন সিকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাগর হাওলাদার , তনময় কুমার ,সচিন প্রামানিক , শামছু সরদার, মুন্না শেখ। প্রচার সম্পাদক হয়েছেন নাজমুল ইসলাম নয়ন, উপ-প্রচার সম্পাদক আতাহার মন্ডল, দপ্তর সম্পাদক জিহাদুল রহমান রাব্বি , উপ-দপ্তর সম্পাদক ইসলাম মোল্লা, সদস্য রিদয় আহম্মেদ রহিম , ডাঃ সাগর , রানা শেখ , মিজানুর রহমান বাধন, সামিম মোল্লা ও আলামিন শেখ।
আরও দেখুুন-অনলাইন ক্লাস- একাই একটি দুর্গ (১)
আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি
মোট ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও আগামি ৯০ দিনের মধ্যে ১১১ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটি করা হবে।