রাজশাহীতে কলেজছাত্রীকে অপহরণ মামলায় ছাত্রলীগ নেতা শ্রীঘরে

0
175
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজশাহীর মোহনপুর উপজেলায় কলেজছাত্রী অপহরণ মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি ও তার বাবাকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করা হয় । আটককৃতরা হলেন- জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ ও মোহনপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক(২৬) ও তার বাবা ছলিমুদ্দিন (৫০)। উপজেলার কেশরহাট পৌরসভা এলাকার ফুলশো গ্রামে।

শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

মামলা সূত্র মোতাবেক জানা যায়, উপজেলার গোছা গ্রামের জনৈক ব্যক্তির অনার্স পড়ুয়া মেয়েকে(২০) দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো আব্দুর রাজ্জাক। তার প্রস্তাবে সাড়া না পেয়ে ৬ আগস্ট সকাল ৭টার দিকে রাজ্জাক তার সহযোগীদের নিয়ে ওই কলেজেছাত্রীকে অপহরণ করে।

এ ঘটনায় বৃৃহস্পতিবার রাতে ছাত্রীর বড় ভাই বাদী হয়ে ৩ জনকে আসামি করে মোহনপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মোহনপুর থানা পুলিশ প্রথমে অভিযুক্তের বাবা ছলিমুদ্দিন গ্রেপ্তার করে। পরে বাবার দেয়া তথ্যের ভিত্তিতে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে পুলিশ।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, পুলিশের একটি দল অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী মহানগরীর বালিয়া পুকুর এলাকার একটি বাড়ী থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাড়ি থেকেই ওই কলেজছাত্রীকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধারের পর কলেজছাত্রীর শারিরীক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।