দ্রোহ অনলাইন ডেস্ক
রাজশাহীর পবায় একটি ফাঁকা বাড়িতে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত্বরা।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার দামকুড়া থানার টেংরামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম (৪৫) এলাকার আনিসুর রহমানের স্ত্রী।
থানার ওসি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নারীর স্বামী ও ছেলে তারাবির নামাজ পড়তে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিলেন ওই নারী। এ সুযোগে ফাঁকা বাড়িতে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে।
ওসি জানান, কেন এই হত্যাকান্ড ঘটানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।