দ্রোহ অনলাইন ডেস্ক
দেশে অনেক আগেই করোনা শনাক্তের নতুন নতুন রেকর্ড তৈরী হতে শুরু করেছে। এবার মৃত্যুর সংখ্যাও নতুন রেকর্ড গড়লো।
রবিবার করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা বলেন, দেশে ২৪ ঘণ্টায় এক হাজার ৫৩২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশে বর্তমানে মোট করোনা শনাক্ত হলেন ৩৩ হাজার ৬১০ জন।
২৪ ঘণ্টায় মৃত্যুর নতুন রেকর্ডে ২৮ জন প্রাণ হারিয়েছেন। করোনায় দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৮০ জনে। তবে ২৪ ঘণ্টায় নতুন করে ৪১৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত আক্রান্তের ছয় হাজার ৯০১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
দেশে ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। দেশের ৪৭টি ল্যাবে ৮ হাজার ৯০৯টি নমুনা পরীক্ষা করা হয় । এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৪৩ হাজার ৫৮৩টি।