দ্রোহ অনলাইন ডেস্ক
রেলভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের যে শর্ত দেওয়া হয়েছিল, তা বাতিল করেছে রেলপথ মন্ত্রণালয়। তবে রেলের টিকেট কিনতে আগের মতই জাতীয় পরিচয়পত্র লাগবে।
এক পরিচয়পত্রে পরিবারের সর্বোচ্চ চারজন সদস্যের টিকিট কেনা বা ভ্রমণ করা যাবে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্যমতে, ১৩ আগস্ট রেলওয়ের গণবিজ্ঞপ্তিতে যাত্রীদের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছিল। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের সেই শর্ত শিথিল করা হল। ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্রসহ বাধ্যতামূলক করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জাতীয় পরিচয়পত্র সঙ্গে না থাকায় অনেকের ভ্রমণ বাতিল করা হয়।
নিজের নামে কাটা ট্রেনের টিকেট কারো কাছে বিক্রি বা হস্তান্তর করলে তিন মাস পর্যন্ত জেল ও জরিমানার শাস্তির কথা মনে করিয়ে দিয়ে ১৩ আগস্ট এক বিজ্ঞপ্তিতে হুঁশিয়ার করেছিল রেলপথ মন্ত্রণালয়।
আরও পড়ুন- খোকসার প্রয়াত কবি পরিবারের সহায়তা দিলো তারা
এছাড়া অন্যের টিকিট ব্যবহার করলে, কিংবা ব্যবহার করার চেষ্টা করলে ওই টিকেটের ভাড়ার সমান টাকা জরিমানা হিসেবে আদায় করা হবে বলেও সেখানে জানানো হয়।
করোনা ভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি সময় দেশে সাধারণ ছুটির পর ৩১ মে আট জোড়া এবং ৩ জুন আরও ১১ জোড়া ট্রেন চালু হয়। এরপর ১৬ আগস্ট আরও ১৩ জোড়া ট্রেন চালু হওয়ায় এখন ৩০ জোড়া ট্রেন দিয়ে যাত্রী সেবা দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে।