রেলের সিগনাল হয় মশাল জ্বেলে

0
54

প্রতিটি ট্রেনের ষ্টেশনে প্রবেশের অনুমতি পত্র থাকে লোহার গোলায় বাঁধা টোকেনে সাথে। ষ্টেশনে প্রবেশের আগের মুহুত্যে ইঞ্জিনের চালকের হাতে গোলা না পৌচ্ছালে ট্রেন আর চলবে না। রেলের বিশেষ বাতি জ্বেলে রাতের আধারে ইঞ্জিনের চালকের সাথে যোগাযোগ রক্ষা করা হয়। কিন্তু এখন আর হাতে সিগনাল বাতির (বিশেষ বাতি) ব্যবস্থা নেই। তাই মশাল জ্বেলে একজন পুটার পোড়াদহ থেকে রাজবাড়ী গামী সাটেল ট্রেনের ইঞ্জিনের চালকের হাতে অনুমতি পত্রের গোলা পৌছানোর চেষ্টা করছেন। কুষ্টিয়া জেলা সদরের বড় ষ্টেশনে প্রবেশের মুখে বড়বাজার রেল ক্রসিংএ মশাল জ্বেলে গোলা দেবার চেষ্টা করছেন একজন পুটার পদমর্যাদার রেল কর্মচারী। দু’দিন আগে বৃহস্পতিবার রাতে ছবিটি তোলা।