দ্রোহ বিনোদন ডেস্ক
উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকরের গাওয়া জনপ্রিয় গান ‘ও মোর ময়না গো’ গানটিতে এবার কণ্ঠ দিচ্ছেন এ প্রজন্মের সঙ্গীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা। গানটি লিখেছেন ও সুর করেছেন সলিল চৌধুরী।
মিউজিক রি-অ্যারেঞ্জমেন্ট করেছেন পার্থ বড়ুয়া। ৩১ আগস্ট গানটি স্যালন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। এ গান প্রসঙ্গে নন্দিতা বলেন, বেশ কিছুদিন বিরতির পর এ প্ল্যাটফরমে আমার নতুন গান এলো।
আমার বিশ্বাস, বরেণ্য শ্রদ্ধেয় সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকরের এ গানটিও আমাকে শ্রোতা-দর্শকের ভালোবাসায় সিক্ত করবে। গানের পাশাপাশি নন্দিতা মডেল ও উপস্থাপক হিসেবেও কাজ করেন।