লা-লিগায় বার্সাকে হটিয়ে আবারো শীর্ষে রিয়াল মাদ্রিদ

0
378
Dro-25-p-5
সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনাকে হটিয়ে আবারো শীর্ষে জায়গা করে নিল রিয়াল মাদ্রিদ। দলের হয়ে দুই অর্ধে একটি করে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র ও সার্জিও রামোস। এ ম্যাচ জিতে শিরোপা লড়াইয়ের বার্সার সমান পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে সিংহাসন বাগিয়ে নিল রিয়াল। বুধবার আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে নিচের সারির দল মায়োর্কাকে আতিথেয়তা জানায় রিয়াল।

ম্যাচে অবশ্য সফরকারীদের সঙ্গে আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু হয়। তবে শুরুরদিকে বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোল আদায় করে নিতে পারেনি রিয়াল। গোল হজম করতে পারতো স্বাগতিকেরাও। কিন্তু থিবো কোর্তোয়ার নৈপুণ্যে রিয়ালের জাল অক্ষত থাকে। মায়োর্কাকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল করল জিনেদিন জিদানের শিষ্যরা।