লা লীগের একম্যাচে গোলশুন্য অপরটিতে এইবার জয়ী

0
145

লিটন জামান

বুধবার রাতে অনুষ্ঠিত লা লীগের ভ্যালাদলিদ বনাম সেল্টা ভিগোর ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। অপরটিতে দুই গোলের ব্যবধানে জয়ী হয়েছে এইব,জসকচমবটআ বকপটার।

আরও পড়ুন

টানা বিরতির পর লা লীগার ম্যাচ মাঠে গড়াল

এইবার বনাম অ্যাতলেতিকো বিলবাও ম্যাচটি ছিল দুর্দান্ত। জমজমাট লড়াইয়ের মধ্যে দিয়ে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এইবারে’র পক্ষে গোল দুইটি করেন, কিকে ১৯ মিনিটে এবং এফ. ওরেলানা ৭৮ মিনিটে (পেনাল্টি থেকে)। বিলবাওের পক্ষে গোল দুইটি করেন আর. গার্সিয়া ৮ মিনিটে (পেনাল্টি থেকে) এবং দ্বিতীয় গোলটি করেন এ.ভিলাবিরারে ৮১ মিনিটে।

প্রথম ম্যাচে ড্র করলেও দুর্দান্ত পারফরম্যান্স এর মধ্যে দিয়ে ঘুড়ে দাঁড়ালেন অ্যাতলেতিকো মাদ্রিদ। ওসাসুনাকে ৫-০ গোলের বিশাল ব্যাবধানে পরাজিত করেছে তারা। অ্যাতলেতিকোর হয়ে গোল করেন, জে. ফেলিক্স দুইটা, এম. লোরেন্ড, এ.মোরতা এবং ওয়াই ফেরেইরা কারোস্কো করেন ১ টি করে গোল।