দ্রোহ স্পোর্টস ডেস্ক
লা লীগের ম্যাচে লেভান্তে ৩-১ গোলে এস্পানিওল কে পরাজিত করেছে। লেভান্তের হয়ে গোল তিনটি করেন বি. মায়োরাল, ই. বারধি এবং শেষ গোলটি ছিল আত্মঘাতী। খেলার ৮৭ মিনিটে এস পেদ্রোসার এই আত্মঘাতী গোল টি করেন । এস্পানিওলের হয়ে সান্তনা সূচক গোলটি করেন ডি.লোপেজ।
তবে অপর খেলায় মুখোমুখি হয় অ্যাতলেতিকো বিলবাও বনাম রিয়াল বেটিস। ম্যাচটির ফলাফল ১-০ গোলে মিমাংসিত হয়। খেলা শুরুর হওয়ার ৭ মিনিটের মাথায় অ্যাতলেতিকোর হয়ে জয়সূচক গোলটি করেন আই.মার্টিনেজ। খেলার পরবর্তী সময়ে আর কোন গোল না হওয়ায় ম্যাচটি নিজেদের করে নেয় অ্যাতলেতিকো বিলবাও।
অন্যদিকে জমজমাট লড়াইের মধ্যে দিয়ে গেটাফে বনাম এইবারের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। গেটাফের হয়ে দলের একমাত্র গোলটি করেন ও.এতোবো ৩০মিনিটে এবং এইবারের পক্ষে সমতাসূচক গোলটি করেন চার্লস।
২০ জুনের শেষ খেলায় অ্যাতলেতিকো মাদ্রিদ বনাম ভ্যালাদলিদের ম্যাচটি শেষ হয় ১-০ গোল দিয়ে। অ্যাতলেতিকোর হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ভিটোলো। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত অ্যাতলেতিকোকে আটকে রেখেছিল ভ্যালাদলিদ। কিন্তু ভিটোলোর গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়েন অ্যাতলেতিকো মাদ্রিদ।
আরও পড়ুন