দ্রোহ অনলাইন ডেস্ক
করোনা সংক্রমন রোধে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শনিবার থেকে কুষ্টিয়া জেলার সব দোকান শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের সভায় ৬য় দফা শর্তে ১০ মে থেকে জেলার দোকান শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ক্রেতা-বিক্রেতারা কেউই ছয় দফা নির্দেশনা মানছেন না। মার্কেট ও শপিংমলে নারী ও শিশুদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে।
এ অবস্থায় বৃহস্পতিবার কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আকম সরোয়ার জাহান বাদশা ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যরিস্টার সেলিম আলতাফ জর্জ’র উপস্থিতিতে চেম্বার ও ব্যবসায়ী নেতৃবৃন্দর সাথে জেলা প্রশাসন জরুরি বৈঠক করে।

ওই বৈঠকে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এবং পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত ছয় দফা নির্দেশনা পালন না করায় চরম অসন্তোষ প্রকাশ করে নির্দেশনা পালনে রোববার পর্যন্ত সময় বেঁধে দেন। স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলা রাখার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার ব্যবসায়ীদের সতর্ক করা হয়। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যবেক্ষনে ক্রেতা বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্য বিধি না মানার বিষয় উঠে এলে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এ নির্দেশনা জারি করেন।
দুপুরে এ ঘোষণা দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা উপজেলা শহরে মাইকিং করা হয়। তবে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান আগের নিয়ম অনুযায়ী চালু থাকবে বলে নির্দেশনায় জানানো হয়।
কুষ্টিয়া চেম্বারের সহ-সভাপতি এসএম কাদেরী শাকিল বলেন, ব্যবসায়ী এবং ক্রেতাদের বার বার সর্তক করার পরও কেউ নির্দেশনা মানছেন না। তাই করোনাভাইরাস বিস্তারের আশঙ্কায় জেলা প্রশাসন সব দোকানপাট শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন।