শিক্ষামন্ত্রীর চশমা হিলের বাসভবনে হামলা

0
65

দ্রোহ অনলাইন ডেস্ক

মিছিল থেকে চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চশমা হিলের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

একটি মিছিল থেকে নগরের ষোলশহরে চশমাহিলের বাসভবনে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা হয়। এ সময় মন্ত্রীর বাসভবনের গেট ভেঙে ঢুকে কয়েকটি গাড়ি ও জিনিস ভাঙচুর করা হয়।

আরও পড়ুন – কুমিল্লায় আন্দোলনকারী আট ছাত্র গুলিবিদ্ধ

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন বলেন, কয়েক হাজার মানুষের মিছিল আমার বাড়ির গেট ভেঙে ঢুকে দুটি গাড়িসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে। এ সময় হামলাকারীরা বাড়িতে প্রবেশেরও চেষ্টা করে।

তিনি আরও বলেন, এটা আমাদের ছাত্রদের কাজ নয়। আমাদের ছাত্রদের আমরা এসব শেখাইনি। এটি পরিকল্পিত হামলা।

সন্ধ্যায সরেজমিনে দেখা যায়, বহুতল ভবনটির নিচের প্রধান ফটকটি ভাঙা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জানালার কাচ। পার্কিংয়ে থাকা দুটি গাড়ি ভাঙচুর করে একটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়কশ নেতাকর্মী ভিড় করে ¯েøাাগান দিচ্ছেন।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, মিছিল থেকে হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।