শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সম্ভাবনা

0
160
Education-Dro-14-p-14-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে আরও একদফা ছুটি বাড়ানোর সম্ভবনা দেখা দিয়েছে। ৩০ জুন অব্দি এ ছুটি বাড়ানো হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রনালয় সূত্র।

দেশে করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সাত দফায় ছুটি বাড়িয়ে শেষবার ১৫ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।

তবে অনির্ধারিত ছুটি পুষিয়ে নিতে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদরাসা শিক্ষার্থীদের জন্য সংসদ টেলিভিশনে ভার্চুয়ালে ক্লাস কার্যক্রম শুরু করেছে। বর্তমানে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। প্রতিদিন প্রায় হাজার তিনেক মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

নতুন করে ছুটি বৃদ্ধি করার মন্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার দুই মন্ত্রণালয় আলোচনা করে কতদিন পর্যন্ত ছুটি বৃদ্ধি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত আগামী ৩০ জুন পর্যন্ত ছুটি বৃদ্ধি করার চিন্তাভাবনা করা হচ্ছে।

আরও পড়ুন: 

বাংলা ভাষা চর্চার অনলাইন প্ল্যাটফর্মের যাত্রা শুরু