কুষ্টিয়া প্রতিনিধি
কু্িষ্টয়ার কুমারখালীতে ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগের আসামি কাদের শেখ ওরফে হুজুরের (৬০) বাড়িতে ভাঙচুর করেছেন বিক্ষিপ্ত জনতা। রবিবার (৬ এপ্রিল) রাতে উপজেলা শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত সোনাই শেখের ছেলে ও তিন সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত শনিবার সকালে ওই শিশুকে পেয়াজ কাটতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত কাদের শেখের স্ত্রী সাহিদা খাতুন। সকাল ১১ টার দিকে ওই শিশু ঘরে পেয়াজ রাখতে গেলে কাদের শেখ তার পরনের কাপড় খুলে যৌন নিপীড়ন করে। বিষয়টি জানাজানি হলে গত রবিবার সন্ধ্যায় গ্রাম ছেড়ে পালিয়ে যান অভিযুক্তত কাদের। আর রাতে গ্রমবাসী তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে সোমবার (৭ এপ্রিল) সকালে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমনের ১০ ধারায় একটি মামলা করেন। শিশু ও আসামি সম্পর্কে চাচাতো দাদা – নাতিন।
দুপুরে সরেজমিন মাজগ্রামে গিয়ে দেখা যায়, গ্রামীন সড়কের ধারে কাদের শেখের চিনশেডের মেঝে পাকা ঘর। ঘরের বেড়া ও ভিতরের আসবাবপত্রে ভাঙচুরের ক্ষত। উৎসুক জনতা ভিড় করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ।
এ সময় নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, কাদের শেখের বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ রয়েছে। এসব অপকর্মের জন্য তিনি মারধরও খেয়েছেন। এবার আবারো এক শিশুর সঙ্গে খারাপ কাজ করে পালিয়েছে কাদের। বিক্ষিপ্ত জনতা ক্ষোভে গত রবিবার রাতে বাড়িতে ভাঙচুর করেছে।
প্রতিবেশি বিল্লাল হোসেন বলেন, কাদের শেখের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। শিশুদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এর একটা বিচার হওয়া দরকার।
মামলার বাদী বলেন, মেয়েকে পেয়াজ কাটতে ডেকে নিয়ে পরনের কাপড় খুলে খারাপ কিছু করেছে কাদের শেখ। বিষয়টি প্রথমে আমার পরিবার গোপন রেখেছিল। আমি রবিবার রাতে জানতে পেরে সোমবার থানায় মামলা করেছি। আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আরু পড়ুন – দুর্বৃত্তের আগুনে গৃহহারা ধর্ষীত শিশুর পরিবারের পাশে ইউএনও
অভিযোগ অস্বীকার করে কাদের শেখের স্ত্রী সাহিদা খাতুন বলেন, ঘরের ভিতরে কি ঘটেছে তা জানিনা। এই নিয়ে এলাকার লোকজন বারবার মারতে আসতেছে। সেই ভয়ে গত রবিবার পালিয়ে গেছে স্বামী। আর রাতে লোকজন এসে ঘর-বাড়িতে ভাঙচুর করেছে।
আরও পড়ুন – অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ভাতের হোটেল পুড়িয়ে দিলো এলাকাবাসী
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ বলেন, ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন করে পালিয়েছে আসামি। ক্ষোভে বিক্ষিপ্ত জনতা আসামির বাড়িতে ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ জনতাকে নিবৃত করেছে। ভিকটিমের বাবা সোমবার থানায় মামলা করেছেন। আসামি গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।