শিশুদের মারামারি, মাথা ফাটলো বৃদ্ধের

0
122
মারা-মারিতে অংশ নেওয়া শিশু নিরব হাসপাতালে দাদার শর্যা পাশে মায়ের কোলে মুখ লুকিয়ে ঘুমিয়ে পরেছে।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় দুই শিশুর মধ্যে মারা-মারি। এ সময় এক শিশুর মায়ের ছুড়া ইটের আঘাতে ৮৫ বছরের বৃদ্ধ ইমান আলী প্রামানিকের মাথা ফেটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের পৃথক হামলায় নির্মাণ শ্রমিক আব্দুল লথিপ আহত হয়েছেন।

শুক্রবার বিকালে উপজেলা সদরের পৌর এলাকায় মালিগ্রামে খেলার সময় সাত বছরের শিশু নিরব ও নয় বছর বয়সী জান্নাতীর মধ্যে হাতা হাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর শিশুর মাদের মধ্যে ঝগড়া বাধে। সেখানে উপস্থিত হন নিরব নামের শিশুর দাদা বৃদ্ধ ইমান আলী প্রামানিক (৮৫)। এ সময় জান্নাতীর মায়ের পায়ের কাছে পরে থাকা একটি ইট তুলে বৃদ্ধকে লক্ষ করে ছুড়ে মারে। বৃদ্ধ ইমান আলীর ইটের আঘাতে রক্তাক্ত আহত হন। স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে রাখা হয়। এ ঘটনার পর হামলাকারী নারী আত্মগোপনে রয়েছেন।

বৃদ্ধ ইমান আলী জানান, তিনি ঘটনা স্থলে যাওয়া মাাত্রই ওই নারী কোলের বাচ্চা মাটিতে নামিয়ে রেখে তাকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে। তিনি ওই হামলাকারী নারীর নাম জানে না।

বৃদ্ধের ছেলে মোতালেব প্রামানিক জানান, তার বাবা বয়বৃদ্ধ। যে নারী হামলা করেছে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছেন।

দিনের অপর হামলার ঘটনাটি ঘটেছে উপজেলার ওসমানপুর ইউনিয়নের জিকে খালের দেবীনগড় ব্রিজের পাশে একটি চায়ের দোকোনের সামনে। হামলায় আহত হয়েছেন নির্মান শ্রমিক আব্দুল লথিপ (৩৫)। সে একই ইউনিয়নের খাঁনপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। আহত যুবকের বাবা বাদি হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

আহত নির্মান শ্রমিক আব্দুল লথিপ

হাপাতালে চিকিৎসাধীন লথিপ জানান, দুপুর তিনটার দিকে তিনি হিজলাবট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তিনি ওই চায়ের দোকানের কাছে পৌছালে পাশের গ্রামের কয়েকজন লোক তার উপর অর্তকিতে হামলা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

আহত নির্মান শ্রমিক লথিপ দাবি করেন, তার উপর হামলা পরিকল্পিত। হামলা কারীদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তিনি নিজে ও স্থানীয়রা হামলাকারীদের সবাইকে চিনেছেন। কি কারণে তার উপর হামলা করা হয়েছে সে ব্যাপারে তিনি বুঝতে পারছেন না। তার বাবা থানায় অভিযোগ করবেন।