শিশুর হাঁসি

0
53

ঝড়ে পড়া কলার মোচার খোলার ডালায় বুনো ফুল সাজিয়ে ঘরের পেছনের রেল লাইনের পাশে খেলায় মেতে উঠেছে শিশুরা। কুড়িয়ে পাওয়া প্রাকৃতিক খেলনায় ওদের খুশির অন্ত নেই। ক্যামেরা তাক করতেই ওদের আনন্দের মাত্রয় ঝলক খেলো গেলে প্রাণ খোলা হাঁসি। পোড়াদাহ- রাজবাড়ি রেল লাইনের খোকসার ধুসুন্ডা গ্রাম থেকে ছবি গুলো তোলা।

 

আরও পড়ুন – চোরাই মোটরসাইকেলসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার