শীতের প্রকপ

0
136

পৌষে শেষে সারা দেশে দিনে ও রাতের তাপমাত্রা কমেছে। বাড়ছে শীতের প্রকপ। শ্রমজীবি ও নিন্ম আয়ের মানুষের ভোগান্তী বেড়েছে। অনেকে আগুন জ্বেলে শীত নিবারণের করার চেষ্টা করছেন। একটি কারখানার শ্রমিকরা রাতে বাড়ি ফেরার সময় আগুন জ্বেলে উষ্ণতা নেবার চেষ্টা করছে। শনিবার রাত ১০টায় খোকসা বাজারের কালীবাড়ি সড়ক থেকে ছবিটি তোলা।