দ্রোহ অনলাইন ডেস্ক
দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র রমজান মাস হবে ৩০ দিনে। তাই ঈদ হবে আগামী শুক্রবার।
বুধবার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
কমিটির কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এই সিদ্ধান্তের কথা রাতে জানিয়েছেন।
প্রতিমন্ত্রী জানান, বুধবার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। ফলে বৃহস্পতিবার ৩০ রমজান পূর্ণ হবে এবং শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
করোনাভাইরাসের বিস্তার রোধে ইতোমধ্যে সারাদেশে ‘লকডাউন’ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে ছুটিতে সবাইকে কর্মস্থলে অবস্থান করতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতেই এবার স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ পড়তে হবে মসজিদে। কোলাকুলিতেও নিরূৎসাহিত করা হয়েছে।