দ্রোহ বিনোদন ডেস্ক
কিছুদিন আগেই ঘোষণা হয়েছিল ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী অকুতোভয় বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে একটি সিনেমা নির্মিত হবে আর সেটিতে অভিনয় করবেন পরীমনি।
চলতি নভেম্বর থেকে শুরু হয়ে গেছে শুটিং। তবে এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে গেলে পরীমনিকে অবশ্যই খুব বেশি সৃজনশীল ও সাবধানার সাথে অভিনয় করতে হবে। ছবিটির শুটিং করতে গিয়ে ইতোমধ্যে আহত হয়েছেন এই অভিনেত্রী।
লাঠিখেলার শুটিং করার সময় হাতে প্রচ- আঘাত পান এই তারকা।
জানা গেছে, রাজধানীর নিকেতনে দৃশ্যধারণের কাজ চলছিল। এর একটি দৃশ্যে লাঠিখেলার শুট চলছিল। সেটা করতে গিয়েই পরীমনির বাঁ হাতে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে হাত ফুলে যায়।
‘পরীর এই হাতে আগেই একটু সমস্যা ছিল। ঠিক ওখানটাতেই লাঠির বাড়ি লাগে। বাম হাতটি সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়। চিকিৎসক এসে তার চিকিৎসা করেছেন। আপাতত তিনি ভালো আছেন।’ এরপরও পরী নিজে থেকে শুটিং চালিয়ে গেছেন বুধবার।
ছবিটির নির্মাতা পলাশ মাহমুদ জানান, চোটের কারণে পরীর শুক্রবারের শুটিং পিছিয়ে সেটি শনিবার করা হয়েছে। এছাড়া ৫ নভেম্বর এমনিতে বিশ্রামে থাকার কথা ছিল এ নায়িকার। সব মিলিয়ে পুরোপুরি দুদিনের বিশ্রামে আছেন তিনি।