কঙ্কালসার বিশাল ভবনটির ইট সুড়কির স্তুপ গুলোকে আলগে রেখেছে আগাছার শেকড়-বাকড়ে। উপমহাদেশের প্রখ্যাত নায়িকা কানন বালা দেবির শ্বশুর বাড়ি। হিজলাবট মৈত্রি বাড়ি। এই বাড়িটি নীলকর সাহেবদের দখলে ছিল বলেও জনশ্রুতিও রয়েছে। স্থানীয়রা ভবনটি ধ্বসে পরার আতঙ্কে রয়েছে।

শেকড়-বাকড়ে আটকে আছে ইট



