শৈলকুপার এলজিইডির রাস্তা এখন জলাশয়

0
123
শৈলকুপার এলজিডির রাস্তা

ঝিনাইদহ জেলা প্রতিনিধি

প্রথম দেখায় মনে হয় এটি রাস্তা না কি পুকুর? আসলে এটি শৈলকুপার এলজিইডির রাস্তা। প্রায় দেড় যুগ পার করছে রাস্তাটি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের কীর্ত্তিনগর ভুলুন্দিয়া গ্রামে রাস্তাটির এমনি বেহাল দশা। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে।

শৈলকুপার নাদপাড়া, ভাটবাড়িয়া, ভুলুন্দিয়া, কীর্ত্তিনগর, তেঘড়িয়াসহ বিভিন্ন গ্রামের মানুষ এই সড়ক ব্যবহার করে কাতলাগাড়ী আসেন। কিন্তু বৃষ্টি হলেই রাস্তায় হাটু পানি বেধে যায়। বর্তমানে রাস্তার উপর থৈ থৈ পানি। সড়কটি যেন মরনফাঁদে পরিণত হয়েছে।

আরও পড়ুন– ঝিনাইদহে বাল্যবিবাহ দেবার অপরাধে অর্থদন্ড করলেন ইউএনও

এলাকাবাসি জানান, বাজারে পন্য সরবরাহ করতে কৃষকরা এই রাস্তাটি ব্যবহার করেন। রাস্তাটি ভেঙ্গে চুরে যাওয়ায় কৃষকদের ভোগান্তির শেষ নেই। পুরো রাস্তা জুড়ে জলাশয় সৃষ্টি হবার ফলে ৩ কিলোমিটার পথ ঘুরে কাতলাগাড়ী বাজারে যাচ্ছে প্রায় ১৫ গ্রামের মানুষ ।