শৈলকুপার ৬ দাদন ব্যবসায়ী আটক

0
129

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে ৬ জন সুদে কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার শৈলকুপার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত ৬ সুদে কারবারিকে আটক করে। আটককৃতরা হলেন শৈলকুপার হরিহরা গ্রামের মৃত আব্দুল বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর আলম, ইব্রাহিমপুর গ্রামের মৃত খোরশেদ মোল্লার ছেলে আমজাদ হোসেন মোল্লা, বারইপাড়া গ্রামের মৃত আবুল শেখের রহিম শেখ, শেখপারা গ্রামের শহর আলী শেখের ছেলে সিদ্দিকুর রহমান, ভাটই বাজারের আব্দুস সালামের পলাশ হোসেন ও চাঁদপুর গ্রামের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে পিয়ার আলী।

পুলিশ সুত্রে জানা গেছে, শৈলকুপা শহরসহ গ্রামগঞ্জে সুদ কারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। এরা এক লাখ টাকার বিপরীতে সুদ হিসাবে সপ্তাহে ৮ থেকে ১০হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। এতে করে অনেকে তাদের আসল টাকা তো দূরে থাক সুদের টাকায় পরিশোধ করতে পারে না। পরবর্তীতে তারা কৌশলে আসল আর সুদ একসাথে মিলিয়ে টাকা ধার হিসাবে ষ্ট্যাম্পে লিখে নেয়। ব্যাংকের বøাঙ্ক (ফাঁকা) চেকও নিয়ে থাকে। সুদ কারবারিদের চাপে অনেকেই ভিটেমাটি ছাড়া হয়েছে। সুদখোরদের অত্যাচের আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির পাওয়ায় পুলিশ উদ্বিগ্ন হয়ে পড়ে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, হঠাৎ করেই এই জনপদে সুদে কারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করতে পেরেছি। তাদের বিরুদ্ধে দ্রæত বিচার আইনে মামলা হয়েছে।