শৈলকুপায় অস্ত্র ও অপহরণ মামলার আসামী গ্রেফতার

0
125
JHANADIA-DRO17P1
পালতক আসামী তালুক মন্ডলকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্র ও অপহরণের একাধিক মামলা পালতক আসামী তালুক মন্ডলকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তালুক মন্ডল উপজেলার হাকীমপুর ইউনিয়নের খুলুমবাড়ী গ্রামের মৃত গোলাম মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলুমবাড়ী এলাকায় অভিযান চালায় শৈলকুপা থানার এস আই সামসুর রহমান ও এএস আই সাহাবুদ্দিন। অভিযানে ১০৬ পিচ ইয়াবাসহ তালুক মন্ডলকে গ্রেফতার করে।

আরো দেখুনঃ করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতার একাধিক মামলার আসামী তালুক মন্ডল দীর্ঘদিন পালাতক ছিল। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আরো একটি মামলার প্রস্তুতি চলছে।