শৈলকুপা প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় আশা এনজিও’র ৪জন কর্মীসহ নতুন করে আরও ৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৬৭ জনে।
সোমবার সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন।
তিনি বলেন, কুষ্টিয়ার পিসিআর ল্যাব থেকে ১৯টি নমুনার ফলাফল এসেছে এর মধ্যে ৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার
বাকী ১৩টি নমুনার ফলাফল নেগেটিভ। নতুন শনাক্তদের মধ্যে রয়েছে, আশা এনজিও‘র শৈলকুপা গাড়াগঞ্জ শাখার ৪ কর্মী রইচ উদীন (৩২), মুকুল হোসেন (৩২), সুধির কুমার (৩০) এবং অসিম কুমার পাল।
এছাড়াও পৌর এলাকার বারইপাড়া গ্রামের ট্রাক ড্রাইভার কামরুজ্জামান ও উপজেলার কাঁচেরকোল গ্রামের অর্নাস পড়–য়া শিক্ষার্থী তাসলিমা খাতুন (২০)।
শনাক্ত রোগীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। সবাই সুস্থ আছে বলেও নিশ্চিত করেন তিনি। এছাড়া শনাক্ত রোগীদের বাড়িসহ আশা এনজিও গাড়াগঞ্জ শাখা লকডাউন ঘোষণা করে লাল পতাকা বেধে দিয়েছে উপজেলা প্রশাসন।