শৈলকুপা প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় করোনা আক্রান্ত হয়ে সারোয়ার মোর্শেদ (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন, তার পরিবারের সদস্যরা। মৃত ব্যক্তি সারোয়ার মোর্শেদ পৌর এলাকার রামগোপাল পাড়ার মৃত রফিউদ্দীণ মোল্লার ছেলে।
জানা যায়, ২ জুলাই কুষ্টিয়া ল্যাব থেকে প্রাপ্ত নমুনা রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। একইদিন বিকালেই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা।
দুদিন চিকিৎসা নেবার পরে শনিবার দুপুরে তার মৃত্যু হয়।