ঝিনাইদহ প্রতিনিধি
শৈলকুপার ক্ষীণকায়ী এক যুগোলের বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে চল্লিশ ইঞ্চি উচ্চতার আব্বাস উদ্দীন (৩০) ও বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতার মিম খাতুন (১৮) বিয়ে হয়েছে। এই বিয়ে নিয়ে উভয় পরিবার উচ্ছাসিত।
বর আব্বাস উদ্দীনের মা সালেহা খাতুন জানান, কৃষক ছেলের জন্য মেয়ে খুজে পাচ্ছিলাম না। অবশেষে শৈলকুপার লনদিয়া গ্রামে মেয়ে খুজে পায়।
বিয়ের পয়গম পাঠানোর পর রাজি হয় কনের পরিবার। এরপর আসে সেই মাহেন্দ্রন। এই বিয়েতে ১৫ জন বরযাত্রী যায়। শনিবার সকালে বিয়ে বাড়ি গিয়ে দেখা যায় বর কনে পাশাপাশি বসে খোশ মেজাজে গল্প করছেন।
আব্বাস ও মিম জানান, তাদের দাম্পত্য জীবন সুখি হবার জন্য যেন সবাই দোয়া করেন।