শৈলকুপায় খাট থেকে পড়ে শিশুর মৃত্যু

0
131
Shailkupa child-Droho03-11-20-7

শৈলকুপা প্রতনিধি

ঝিনাইদহের শৈলকুপায় খাট থেকে পড়ে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের চরবাখরবা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ঠাকুরগাঁও’র ভুল্লি উপজেলার ভুল্লি গ্রামের বুলবুল আহমেদের ছেলে ও ব্রহ্মপুর শাহপাড়া গ্রামের শাহিদ ইসলামের নাতি ছেলে। শিশুর পিতার ব্যবসা সুত্রে তারা এলাকায় ভাড়া নিয়ে বসবাস করে।

পরিবারের লোকেরা জানায়, শিশু অর্প প্রায় দুই মাস যাবৎ শারীরিকভাবে অসুস্থ। বিকালে শিশুটি মা শাপলা খাতুন ঘুম পাড়িয়ে রেখে বাহিরে যায়। খাট থেকে পড়ে শিশুটি গুরুতর আঘাত পায়। শিশুটির চিৎকারে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় কাতলাগাড়ী বাজারে এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।