ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপার গ্রামে বাকবিতন্ডার জেরে এক দোকানদারকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ পাওয়ছে।
রবিবার সকালে উপজেলার সুবিদ্দা গোবিন্দপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জোয়াদ আলী। তিনি একই গ্রামের বাসিন্দা। পেশায় একজন মুদি দোকানী।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, বাড়ির সামনে একটি মুদি দোকান রয়েছে নিহত জেয়াদ আলীর। রাতে কে বা কারা তার দোকানের সামনে মলত্যাগ করে রেখে যায়।
রবিবার সকালে দোকান খুলতে এসে প্রতিবেশী ও আপন চাচাতো ভাই হায়দারের সঙ্গে এ নিয়ে বাকিবিতন্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ হায়দার ও তার লোকজন জোয়াদ আলীর উপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন।
জোয়াদ আলীকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত ২৮ এপ্রিল একই উপজেলার শেখপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া আরাফাত রহমান নামের এক ছাত্র খুন হয়।
আরাফাত কুষ্টিয়া বেসরকারি রবিন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের অনার্স ইংরেজী বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর ওরফে বিদ্যুৎ।