শৈলকুপা প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার গভীর রাতে কাতলাগাড়ী পুরাতন বাজারের একটি মুদি দোকানের ফ্রিজ থেকে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। শৈলকুপা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে দোকানঘরসহ সকল মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থ দোকানি সবুজ হোসেন জানান, প্রতি রাতের মতই মঙ্গলবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করেন। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাজার পাহাড়াদার ফোনে তার দোকানে আগুন লাগার খবরটি জানান। অগ্নকান্ডে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।