শৈলকুপায় ভাতিজার হামলায় চাচা খুন

0
114
pitano-dro-17p-14-compressed
প্রতিকী ছবি।

শৈলকুপা প্রতিনিধি

শৈলকুপার গ্রামে লিচু পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বাকবিতন্ডার জেরে ভাতিজার হামলায় চাচা খুন হয়েছে।

জানা গেছে, রোববার সকালে উপজেলার দিগনগর ইউনিয়নের হড়রা গ্রামের নজির জোয়ার্দ্দারের সাথে তার ভাই সুন্নত জোয়ার্দ্দারের বাকবিতন্ডা হয়। এ সময় সুন্নত জোয়ার্দ্দারের ছেলে রজন জোয়ার্দ্দার চাচার উপর হামলা চালায়। এতে নজির জোয়ার্দ্দার (৫৫) গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তিনি মারা যান। নিহত ব্যক্তি মৃত তাছের জোয়ার্দ্দারের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, রোববার সকালে লিচু পাড়াকে কেন্দ্র করে হড়রা গ্রামের নজির জোয়ার্দ্দারের সঙ্গে তার ভাই সুন্নত জোয়ার্দ্দারের বাকবিতন্ডা হয়। এ ঘটনার সূত্র ধরে হামলায় নজির জোয়াদ্দার আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মামলার প্রস্তুতি চলছে।