ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপার এক কৃষকের কাছ থেকে মুঘল আমলের রৌপ্য মুদ্রা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার বাগুটিয়া গ্রামের নেওয়াজ উদ্দিন জোয়ার্দারের কাছ থেকে ২৭টি রৌপ্য মুদ্রা উদ্ধার করা হয়। এ সময় মুদ্রা রাখার ধাতব পাত্রের অংশ বিশেষ উদ্ধা হয়।
শৈলকূপা থানার এসআই আমিরুজ্জামান জানান, নেওয়াজ জোয়ার্দার বাড়ির পাশের দো সতিনের বিল থেকে মাটি কেটে বাড়ির আঙিনা উচু করা হয়। এক পর্যায়ে মাটি বিছানোর সময় পর্যায়ক্রমে ২৭টি মুদ্রা পান। মুদ্রার ওপর ফারসি লেখা থাকায় সেগুলো মুঘল আমলের বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এসব মুদ্রা হেফাজতে নিয়েছে।