শৈলকুপা প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ২দিন পর রিপোর্ট পজেটিভ এসেছে। মৃত ব্যক্তি উপজেলার সারুটিয়া ইউনিয়নের চরবাখরবা গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।
বুধবার সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন বলেন, এ অব্ধি উপজেলায় করোনায় মারা গেলেন দুজন।
তিনি আরও বলেন, কুষ্টিয়া ল্যাব থেকে সকালে প্রাপ্ত ৫টি নমুনা রিপোর্ট ফলাফলের মধ্যে ৪ জনের পজেটিভ ও ১ জনের নেগেটিভ এসেছে। পজেটিভ রোগীদের মধ্যে মৃত ব্যক্তির ফলাফলও রয়েছে। এ ঘটনায় মৃত ব্যক্তির ভাড়া বাড়ি লাল পতাকা উড়িয়ে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।