ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় এক গৃহবধূ গত ৫ দিন ধরে রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ গৃহবধূ মুসলিমা খাতুন শৈলকুপার শিক্ষক পাড়ার সেলিম বিশ্বাসের স্ত্রী। এক সন্তানেনর জননী। এ ব্যাপারে গৃহবধূর স্বামী থানায় জিডি করেছেন।
জিডি থেকে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গৃহবধূ মুসলিমা খাতুন স্বামীর বাড়ি থেকে পাশ্ববর্তী নাদপাড়া গ্রামে মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এর পর থেকে সে রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
নিখোঁজের পরদিন শুক্রবার সকালে অজ্ঞাত স্থান থেকে গৃহবধূ তার স্বামীকে ফোনে জানান, তিনি হয়তো বাঁচতে পারলেন না। তিনি খোজা খুজি করতে নিষেধ করেছেন বলেও স্বামী জানান।