শৈলকুপায় শতকপূর্ণ হলো করোনা রোগীর সংখ্যা

0
121
Covid-Dro-29-p-3
সংগৃহিত ছবি

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় নতুন করে আরও ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ অবধি শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১০০ জনে।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন।

তিনি জানান, কুষ্টিয়া ল্যাব থেকে সকালে ৬টি পরীক্ষীত নমুনার ফলাফলে জানানো হয় নতুন করে ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বাকী ২টি নমুনার ফলাফল নেগেটিভ।

নতুন আক্রান্ত রোগীরা হলেন, শৈলকুপা পৌর এলাকার হাবিবপুর গ্রামের গরু ব্যবসায়ী শরিফুল ইসলাম (৪২), কবিরপুর এলাকার ইবি পড়ুয়া শিক্ষার্থী রনি হোসেন (২২), বাজারপাড়ার ঔষধ কোম্পানীতে কর্মরত জুয়েল রানা (৩১) ও তার স্ত্রী শিক্ষিকা শাহানাজ পারভীন (৩৫)।

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

উল্লেখ্য, শৈলকুপা উপজেলায় মোট সংগৃহিত নমুনার সংখ্যা ৫২০ ও প্রাপ্ত নমুনার সংখ্যা ৪৬৫টি। করোনা রোগীর বর্তমান সংখ্যা ১০০ জন, মোট সুস্থ ৩৭ জন, মৃত্যু হয়েছে ৩ জনের।