শৈলকূপায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী নিহত

0
176

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপায় সাবেক ও বর্তমান চেয়ারম্যানের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু সাঈদ (৪২) নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

শুক্রবার বিকালে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের গোলকনগর গ্রামে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় নিহত আবু সাঈদ গোলকনগর গ্রামের ওমর আলীর ছেলে ও স্থানীয় নিত্যানন্দপুর ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিল বলে জানা গেছে। এ সময় অনন্ত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, নিত্যানন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এ নিয়ে গত কয়েকদিন ধরে এলাকায় উভয় পরে মধ্যে উত্তেজনা চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে দু’গ্রæপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আবু সাঈদ নিহত হন। আহত হয় উভয়পরে অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।