স্টাফ রিপোর্টার
৪৯ তম বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় ৮-০ গোলের ব্যবধানে শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবল দল মিরপুর উপজেলা একাদশকে হারিয়ে কুষ্টিয়া জেলা চাম্পিয়ন হয়েছে।
সোমবার কুষ্টিয়া জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত জেলার ৬টি উপজেলা চাম্পিয়ন দল এ খেলায় অংশ গ্রহন করে। পর্যায়ক্রমে কুমারখালি, কুষ্টিয়া সদর, ভেড়ামারা, দৌলতপুর ও মিরপুর উপজেলার চ্যাম্পিয়ন দলকে পরাজিত করে খোকসা উপজেলার শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হ্যান্ডবল একাদশ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আরো পড়ুন – খোকসায় সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত
শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুজ্জামান দ্রোহ প্রতিনিধির আশা প্রকাশ করে বলেন, তার স্কুলের হ্যান্ডবল দলটি খুলনা বিভাগ চ্যাম্পিয়ন হবে।