সদর উদ্দিন খানকে বিদায় জানালো প্রশাসন

0
131

স্টাফ রিপোর্টার

খোকসা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সদর উদ্দিন খান পদত্যাগের পর তাকে বিদায় জানালের প্রশাসনিক কর্মকর্তারা।

খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন। নির্বাচনী বিধিবিধানের কারণে তিনি পদত্যাগ করেছেন।

মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খানের বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার, পৌর সভার মেয়র তারিকুল ইসলাম তারিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, খোকসা প্রেসকাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।

বিদায় অনুষ্ঠানে সদর উদ্দিন খান বলেন, তিনি কখনো নীতির কাছে মাথা নত করেনি। তিনি উপজেলা কে সব সময় দুর্নীতিমুক্ত এবং সুন্দর একটি উপজেলা গড়তে চেয়েছিলেন। সে কাজটি তিনি সফল ভাবে করেছেন।

আরো পড়ুন – খোকসায় সাপের কামড়ে নববধূ ও শ্বাশুরীর মৃত্যু

চার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান ১৯৯০ সালে প্রথম বারের মতো উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হন, পরে ২০০৯ সাল দ্বিতীয় বার, ২০১৪ সাল তৃতীয় বার এবং ২০১৯ সালের চতুর্থ বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।