দ্রোহ অনলাইন ডেস্ক
সদ্য ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তপসিল ঘোষনার পর এক ভার্চ্যুয়াল সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই প্রতিক্রিয়া জানান। নির্বাচনের এই আয়োজনকে ‘ভোটরঙ্গ’ আখ্যায়িত করে তিনি বলেন, জনগণ এটা বাস্তুবায়ন হতে দেবে না।
রুহুল কবির রিজভী নির্বাচন কমিশন ঘোষিত তফসিলকে একতরফা নির্বাচনের তফসিল উল্লেখ করেন। তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে অতীতের মতো আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণের জন্য নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, তা আমরা চরম ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’
বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রিত্বে থাকবেন, তাঁর নেতৃত্বের সরকার থাকবে আর অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে এটা ডাহা ভন্ডামি ও মেকি। জাতি মনে করছে, এর মধ্য দিয়ে সিইসি জাতির সঙ্গে মশকরা করেছেন। দেশে একটি ভীতিকর যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করে হাসিনা মার্কা একতরফা নির্বাচনের এই তথাকথিত রঙ্গ জনগণ মানে না।
তিনি বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির পে সরকার ও নির্বাচন কমিশনকে আবারও হুঁশিয়ার করে বলেন, এই অবিমৃশ্যকারিতার পরিপ্রেেিত দেশে ভয়াবহ অচলাবস্থা ও চরম রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে। তার পুরো দায়ভার নির্বাচন কমিশনকে বহন করতে হবে, সরকারকে বহন করতে হবে। এই সংকটের জন্য ‘আওয়ামী মাফিয়া চক্রকে’ চিরকাল দায়ী থাকতে হবে।
নির্বাচন কমিশনকে বর্তমান সরকারের মনোনীত ‘সিলেকশন কমিশন’ বলে মন্তব্য করে রিজভী বলেন, তারা জনগণের কেউ নয়। এই কমিশনকে কেউ মানে না। নির্বাচন কমিশন জলকামান, সাঁজোয়া যান নিয়ে শত শত পুলিশ–র্যাব ও বিজিবি বেষ্টিত ইসি ভবনে বসে ‘আওয়ামী লীগের চেতনার নিশানবরদার’ সিইসি জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করে গোটা দেশকে অন্ধকারে নিপে করল। অতীতে রকিব-হুদা কমিশনের মতোই কাজী হাবিবুল আউয়ালও দলদাসের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে গণশত্রুতে পরিণত হলো বলে মন্তব্য করেন তিনি।