সন্তানরা ফিরে পেলেন মানষিক ভারসাম্যহীন বাবাকে

0
171
FORID-droho-17-11-2020-p-1
২৫ বছর পর মানষিক ভারসাম্যহীন বাবাকে পেলো সন্তানরা

স্টাফ রিপোর্টার

হারিয়ে যাওয়ার ২৫ বছর পর অবশেষে সন্তানরা ফিরে পেলেন মানষিক ভারসাম্যহীন বাবাকে।

মঙ্গলবার তখন সবে ভোরে সূর্য ফুটেছে। এমন সময় খোকসা-শোমসপুর সড়কের উপজেলা সদরের কলুপাড়ারর মোড়ে আনন্দের উৎব শুরু হয়। হারিয়ে যাওয়ার ২৫ বছর পর মানষিক ভারসাম্যহীন বৃদ্ধ ফরিদ উদ্দিনের দুই ছেলে ও ভাতিজার কাছে হস্তান্তরে মুহুত্য। বাড়ি বাড়ি থেকে বউ-ঝিরা শিশু পুরুষ সবাই বেড়িয়ে এসেছিলন রাস্তায়।

FORID-droho-16-11-2020-p-5
মানষিক ভার সাম্যহীন ফরিদ উদ্দিন

পরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদারসহ জনপ্রতিনিধি ও গনমাধ্য কর্মীদের উপস্থিতিতে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে জমারাখা ওই ভারসাম্যহীন বৃদ্ধে প্রায় ১৬ হাজার টাকা স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। একই সাথে বৃদ্ধ ফরিদ উদ্দিন কেও তাদের হাতে তুলে দেওয়া হয়।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা লক্ষীদোলা গ্রামের মানষিক ভারষাম্যহীন ফরিদ উদ্দিন ২৫ বছর আগে বাড়ি থেকে হারিয়ে যান। প্রায় ১০ বছর আগে তিনি খোকসা উপজেলা সদরের কলুপাড়ার মোড়ে আশ্রয় নেন। এ বাড়ি সে বাড়ির খাবার খেয়ে তার জীবন চলতে থাকে। শান্ত প্রকৃতির মানষিক ভারসাম্যহীন ফরিদের সাথে গ্রামের মানুষের সখ্যতা গড়ে ওঠে।

কৌতুহল বসে খোকসা জানিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন মানষিক ভারসাম্যহীন ফরিদের কাছে পরিচয় জানার চেষ্টা করেন। গুগল এ্যাপসের সহায়তায় ফরিদের দেওয়া ঠিকানার সন্ধ্যান পেয়ে যান ওই শিক্ষক। বগুড়ার সারিয়াকান্দি উপজেলা সদরের এক হোটেল মালিকের মাধ্যমে উপজেলার লক্ষীদোলা গ্রামে ফরিদের পরিবারের লোকদের সাথে যোগাযোগ করেন। ছবি পাঠিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে ফরিদের পরিচয় নিশ্চিত হন।

মানষিক ভারসাম্যহীন ফরিদ উদ্দিনকে ফিরে পেয়ে বড় ছেলে শুকুর আলী স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানান। ২৫ বছর আগে হঠাৎ করে নিখোজ হয়ে যাওয়া বাবাকে পেয়ে তার তারা পুলকিত।

শিক্ষক আনোয়ার হোসেন বলেন, গুগল এর বদান্যতায় মানষিক ভারসাম্যহীন একজন মানুষকে পরিবারের লোকদের হাতে তুলে দিতে পেরে তিনিও খুশি হয়েছেন।