সমাবেশ করলো জামায়াত আর মাঠ পরিস্কার করল ছাত্রদল

0
58

কুষ্টিয়া প্রতিনিধি

কর্মী সম্মেলন উপলক্ষে শনিবার সকালে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে সমাবেশের আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী। সমাবেশ শেষ হওয়ার পর রবিবার কলেজ মাঠে জমে থাকা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করে দিয়েছেন ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় কুষ্টিয়া জেলা, শহর, সদর ও সরকারী কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান।

এ সময় শহর ছাত্রদলের সদস্য সংগ্রাম হোসেন সাইফ বলেন, শনিবার সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর প্রোগাম ছিল। প্রোগাম শেষে মাঠটি অপরিচ্ছন্ন থাকায় জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্দেশনায় আমরা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা একসাথে হয়ে মাঠটি পরিস্কার করেছি।

আরও পড়ুন – চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া: ফখরুল

ছাত্রদলের নেতাকর্মীদের সাথে কথা বলে আরো জানা গেছে, কুষ্টিয়া জেলার ময়লা-আবর্জনা পরিষ্কার করার লক্ষ্যে বিএনপির পৃষ্ঠপোষকতায় ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া নামে একটি স্বেচ্ছীসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া নামের এই সংগঠনটি ব্যাপক সাড়া ফেলেছে।

আরও পড়ুন – কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন

সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রকৌশলী জাকির হোসেন সরকার স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রতিদিন স্কুল-কলেজ, রাস্তাঘাট বাড়ির আঙ্গিনাসহ সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলার কাজে প্রতিদিন ব্যস্ত সময় পার করছেন।