কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী মা ও শিশু হাসপাতালের ভিতরে এক এমএলএসএসেস বিরুদ্ধে পাঁঠা পালনের অভিযোগ পাওয়া গেছে। বানিজ্যিক ভাবে পাঠা পালনে হাসপাতারে পরিবেশ দুষিত হচ্ছে।
হাসপাতালের এমএলএসএস’র কাম চৌকিদার রবিউল ইসলাম ও তার স্ত্রী হাসপাতালে দায় নার্স হিসেবে কর্মরত তাছলিমা ইয়াসমিন দম্পতি সরকারী আবাসিক কোয়াটারে বসবাস করেন। আর এখানেই বানিজ্যিক ভাবে পাঠা পালনের ব্যবসা চালিয়ে আসছে।
বুধবার সকালে সরেজমিনে হাসপাতালে গিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। হাসপাতালের ইনচার্জ ডা. রিফাতের কক্ষে দেখা মেলে এম এল এস এস কাম চৌকিদার রবিউল ইসলামের সঙ্গে। তিনি ইনচার্জের সামনের চেয়ারে বসে আলা চারিতা করছিলেন।
এম এল এস এস রবিউল ইসলাম হাসপাতালের ইনচার্জের সামনে চেয়ারে বসেই সাংবাদিকের কাছে প্রশান করেন পাঠা পালন করলে অসুবিধা কিসের ? এর পরে শুরু করেন বাকতিন্ডা। সে সময় তাঁকে বাহিরে যেতে বলায় আরর ক্ষিপ্ত হয়ে ওঠেন।
তিনি আরও বলেন, হাসপাতালে ডেলিভারি খুব একটা হয় না। তাই কুরবানির জন্য আমি এটা পালন করছি। তবে কেউ কেউ এটাকে ভালো চোখে দেখছে না। তবে কারা আপনাকে পাঠিয়েছে আমি সব জানি।
আরও পড়ুর – অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান আটকে দিল শ্রমিক-মালিক
হাসপাতালের মধ্যে ছাগল ও পাঁঠা পালনের বিষয়ে ইনচার্জ ডাঃ রিফাত বলেন, আমি দুই মাস এখানে এসেছি, তাই এ বিষয়ে আমার জানা ছিলো না। এখন জানতে পারলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন – খোকসা হানাদার মুক্ত দিবস পালিত
কুষ্টিয়া জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক আব্দুস সালাম বলেন, বিষয়টি জানা ছিলো না, ওই হাসপাতালের ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলছি।