সরকারের মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি – মির্জা ফখরুল

0
153
DROHO- MARJA-21-P10

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশের হিন্দু সম্প্রদায়কে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে ধনী ও দরিদ্রের বৈষম্য দিন দিন বেড়েই যাচ্ছে। আর এই বড় কারণ দুর্নীতি। সরকারের মেগা প্রজেক্ট গুলোতে মেগা দুর্নীতি চলছে।’

তিনি আরও বলেন, ‘একটি ওয়ার্ড পর্যায়ে প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার জন্য সরকারি দলের লোকেরা ২/৩ লক্ষ টাকা খরচ করছে। এ থেকেই বোঝা যায় এপথ কত আকর্ষণীয় ও লোভনীয়। কারণ দুস্থ মানুষদের টাকা তারা নিজেরাই নিয়ে নিচ্ছে।’

বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, চাকরির ক্ষেত্রে বিএনপির সাথে সম্পৃক্ততা থাকলে সেই প্রার্থীর তার আর চাকরি হয় না।

১৯৭১-৭৫ সময় সরকারের পটভূমি তুলে ধরে তিনি বলেন, ‘তখন আওয়ামী লীগের নেতাদের কাছে যাওয়া যেতো, বিচার পাওয়া যেতো। কিন্তু এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে কারো যাওয়া যায় না, বিচারও পাওয়া যায় না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ধর্ষণবিরোধী আন্দোলন একটি নৈতিকতার আন্দোলন। এতে আমাদের সমর্থন রয়েছে। আমরাও সারাদেশে আন্দোলন করেছি। এখন যারা প্রতিবাদ করছে তাদেরকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মারধর করছে। এটা কোন সরকারের কর্মকা- হতে পারে না।’

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, যুব দলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ অন্যরা।