সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

0
116

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলাকে দুর্নীতি ও মাদক মুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজা। সেই সাথে প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কে কুষ্টিয়া প্রেসকাবের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

২৭ তম বিসিএস ক্যাডার মো: এহেতেশাম রেজা সম্প্রতি কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার বিকেলে তিনি জেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। সভার শুরুতে শোকাবহ আগষ্ট মাস উপলে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

মতবিনিময় সভার শুরুতেই স্বাগত বক্তব্যে নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিক এবং প্রশাসন এক সাথে কাজ না করলে একটি জেলাকে এগিয়ে নেওয়া কোন ভাবেই সম্ভব নয়। এ সময় জেলা প্রশাসক বলেন, আমার প্রথম কাজ হবে প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। আর চ্যালেঞ্জ হবে কুষ্টিয়া জেলাকে দুর্নীতি ও মাদক মুক্ত জেলা হিসেবে গড়ে তোলা। এজন্য তিনি জেলার গণমাধ্যম কর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে এডিসি জেনারেল মোছাঃ শারমিন আখতার, সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ^াস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (সাধারণ শাখা ও আইসিটি) স্বরুপ মুহুরী উপস্থিত ছিলেন।

গণমাধ্যম কর্মীদের মধ্যে কুষ্টিয়া প্রেসকাবের সভাপতি আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, দৈনিক ইত্তেফাক’র কুষ্টিয়া প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, কালের কন্ঠ’র নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এ এম জুবায়েদ রিপন, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, চ্যালেন ২৪ এর জেলা প্রতিনিধি শরিফ বিশ^াস, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, এস এ টিভির জেলা প্রতিনিধি নুর আলম দুলাল, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, সময় টিভির জেলা প্রতিনিধি এস এম রাশেদ, বিজয় টিভির জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম, দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক, দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, সময়ের দিগন্ত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাফিস ইকবাল নাব্বিরসহ বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।